বই কোথায়?
মাহাদীয়া আক্তার
বইটা ছিল টেবিল জুড়ে,
কাল রাতেও দেখেছি রে!
আজ সকালে উঠেই দেখি,
সেই বইটাই নেই যে তরে!
আলনাতে খুঁজি, খাটের তলায়,
তাও তো পাই না মন যে হায়!
পাড়ার সময় আসতেই যেন,
গায়েব হলো বইটা ধেন।
আম্মু বলে, “নিজে রাখিস না,
আর পড়বি কী? কীসের খাতা!”
আমি বলি, “ওটা নিজেই হাঁটে,
বইটা বুঝি ভুত হয়ে গেছে রাতে!”
ভাবি যদি আবার এসে,
বইটা আমায় ডাকে হেসে—
“পড়িস না তুই, তাই তো পালাই,
বই না পড়লে আমিও বাঁচি না ভাই!”
লেখক- শিক্ষার্থী,বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয়।