রাঙ্গুনিয়ায় পৃথক দুটি মামলায় মোট ১৩ জন আসামিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ জুলাই) দিনগত রাত ১১ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান অভিযান চালিয়ে এই দন্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রকাশ্য জুয়া আইনের আওতায় আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদানের সময় আদালতকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা অনুযায়ী ৬ আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-
চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বনগ্রাম এলাকার বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মো. জসিম (৬৫), মৃত মো. সেলিম এর ছেলে মোহাম্মদ আলী, একই এলাকার হাফেজপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে মো. ইসমাইল (৪৫), রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আদিলপুর এলাকার বাসিন্দা মুজিবুল হক এর ছেলে জাকির হোসেন (২৮), মো. হানিফ এর ছেলে মো. আবু বক্কর (৫৫) ও রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকার মো. ওসমান এর ছেলে মো. আমীর হোসেন (২৬)।
অন্যদিকে প্রকাশ্য জুয়া আইন এর ধারা অনুযায়ী দায়েরকৃত অন্য মামলায় আরও ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আধুরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আমির হামজার ছেলে মো. নাজিম (৩৫), ৯ নম্বর ওয়ার্ড বনগ্রাম এলাকার বাসিন্দা মৃত কেরামত আলীর ছেলে মো. আজাদ হোসেন (২৪), কবির আহমদ এর ছেলে মো. ইলিয়াছ (৩৮), আবুল বশরের ছেলে মো. এনাম (৩২), মৃত ছালেহ আহমদ এর ছেলে মো. ইউছুপ (৪৭), ২ নম্বর ওয়ার্ড বুইজ্জ্যার দোকান এলাকার মৃত ছিদ্দিক আহমদ এর ছেলে মো. জানি আলম (৪৫) ও ৬ নম্বর ওয়ার্ড ছুপিপাড়ার বাসিন্দা মো. ইউছুপ (৩৬)।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন,’ রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব