আব্বাস হোসাইন আফতাব:
রাঙ্গুনিয়া উপজেলাবাসী এবার এককভাবে একটি সংসদীয় আসনে— চট্টগ্রাম-৭ (আসন নম্বর ২৮৪) —ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। নির্বাচন কমিশন খসড়া তালিকায় বোয়ালখালীর অন্তর্ভুক্ত ১টি ইউনিয়নকে চট্টগ্রাম-৭ থেকে বাদ দিয়ে পুনরায় চট্টগ্রাম-৮-এ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
২০০৮ সাল থেকে বোয়ালখালী উপজেলার একটি ইউনিয়ন রাঙ্গুনিয়া আসনের সঙ্গে যুক্ত ছিল, যা অনেকেই অযৌক্তিক ও একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করতেন।
বিষয়টি নিয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মুহাম্মদ শওকত আলী নূর এবং বোয়ালখালী উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা ওহীদুল আলম নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে আবেদন করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী-এর পরামর্শ ও সমর্থনেও বিষয়টি গুরুত্ব পায়।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন খসড়া সিদ্ধান্তে শুধুমাত্র রাঙ্গুনিয়ার ভোটারদের নিয়ে চট্টগ্রাম-৭ আসন নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে। ফলে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন এখন থেকে চট্টগ্রাম-৮ আসনে ফিরে যাচ্ছে।
এ নিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।
তাঁদের আশা, আসন পুনর্বিন্যাসের ফলে রাঙ্গুনিয়ার উন্নয়ন ও নিরাপত্তা আরও জোরদার হবে এবং পূর্বের বিভক্ত অবস্থা থেকে মুক্ত হয়ে এলাকাবাসী নতুনভাবে নিজেদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে পারবে।