1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

কিশোর শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষাক্রমিক কার্যক্রমকে আরও জোরদার করতে রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “উপজেলা প্রশাসন স্কুল দাবা প্রতিযোগিতা-২০২৫”। আয়োজনে সহযোগিতা করবেন উপজেলা স্কাউটস ও ক্রীড়া সংস্থার সদস্যরা। আগামী ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। এ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়কে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে দাবা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিটি বিদ্যালয় থেকে ১ জন শ্রেষ্ঠ দাবাড়ু নির্বাচন করে তাঁর তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। নির্বাচিত দাবাড়ুদের নিয়ে রাঙ্গুনিয়াকে চারটি জোনে ভাগ করে জোনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে জোনজয়ীদের নিয়ে উপজেলা পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করবে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. কামরুল হাসান বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তাশক্তি, ধৈর্য এবং কৌশলগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট