কিশোর শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষাক্রমিক কার্যক্রমকে আরও জোরদার করতে রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “উপজেলা প্রশাসন স্কুল দাবা প্রতিযোগিতা-২০২৫”। আয়োজনে সহযোগিতা করবেন উপজেলা স্কাউটস ও ক্রীড়া সংস্থার সদস্যরা। আগামী ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। এ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়কে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে দাবা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিটি বিদ্যালয় থেকে ১ জন শ্রেষ্ঠ দাবাড়ু নির্বাচন করে তাঁর তথ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। নির্বাচিত দাবাড়ুদের নিয়ে রাঙ্গুনিয়াকে চারটি জোনে ভাগ করে জোনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে জোনজয়ীদের নিয়ে উপজেলা পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করবে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. কামরুল হাসান বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তাশক্তি, ধৈর্য এবং কৌশলগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।”