জীবনের গল্প – পায়রা আক্তার
মা – বাবা নেই , তবু থেমে নেই পথ ,
স্বপ্ন দেখি রঙিন , হাসি মুখে যত ।
বড় ভাই আছেন, ছায়ার মতো পাশে ,
তার ভালোবাসায় , মন ভরে ওঠে আসে ।
হাসি আমার শক্তি , মনে ভরে রাখি ,
কষ্ট এলেও চোখের জল ডাকি ।
সবাইকে দেই আমার হাসির ছোঁয়া ,
ভালোবাসায় গড়ি দিনের বাঁধা সোঁয়া
ডাক্তার হবো এই ইচ্ছেই প্রাণে ,
মানুষের দুঃখে থাকবো আমি টানে ।
পড়া লেখা , চেষ্টা আর শ্রম ,
এই জীবন গড়ি স্বপ্নের মতো থম ।
কষ্ট অনেক , তবু মন ভয়হীন ,
চলার পথে আছি আমি দৃঢ় , নির্ভরশীল
একদিন হবো আলোয় ভরা নাম ,
এই জীবনের গল্প সাহস আর কাম । লেখক- শিক্ষার্থী, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়