রাঙ্গুনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর দেয়ালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
বৃহষ্পতিবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়, রাঙ্গুনিয়া উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে দেয়ালিকা প্রকাশ করতে হবে। এই দেয়ালিকার মাধ্যমে শিক্ষার্থীদের লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, কৌতুকসহ বিভিন্ন সাহিত্যচর্চার উপাদান প্রকাশের সুযোগ থাকবে।
প্রতিটি দেয়ালিকায় একটি সম্পাদকীয় প্যানেল গঠন করতে হবে। এই প্যানেলে প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে অন্তত ২ জন শিক্ষক এবং প্রতিটি শ্রেণি থেকে ন্যূনতম একজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে, দেয়ালিকায় এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না, যা ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীকে আঘাত করে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রকাশিত প্রতিটি দেয়ালিকা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে এবং দেয়ালিকার ছবি উপজেলা প্রশাসনের অফিসিয়াল গ্রুপে আপলোড করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের চিন্তা-চেতনা, লেখনী দক্ষতা ও সাহিত্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে।