বয়স হয়েছে
সুমাইয়া চৌধুরী সোমা
আকাশে এখন মেঘ উড়ছে
যেন পাখিদের ঝাঁক
শরীরে কি দাগ হয়েছে?
নাকি বয়সের ছাপ!
এখন দেখি হচ্ছে না আর
ছেলেমেয়েদের মেলা
এখন বুঝি খেলছে না তারা?
কাবাডি কাবাডি খেলা!
হাটতে এখন কষ্ট হয়
হাঁটুতে হয়েছে ব্যথ্যা
আগের মতো হয় না আর
জোরে জোরে হাঁটা।
বয়স বুঝি বেড়েছে আমার
দেখতে লাগে খাটো!
মোবাইল নিয়ে এখন সবাই
আছে যে যার মতো।
লেখক- শিক্ষার্থী, বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয়