1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. হাবীব উল্লাহ রাব্বি। তিনি উপজেলার কোদালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ধোপাঘাট এলাকার আবদুল ওয়াহেদ এর ছেলে। পুলিশের নিরবচ্ছিন্ন তৎপরতা ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (৩ আগস্ট) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে পুলিশ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আসামির বিরুদ্ধে আদালতের রায়ে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকে সে পলাতক ছিল।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, আসামিকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকাতেই গ্রেফতার করা সম্ভব হয়। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে পুলিশি তৎপরতা ও কার্যকর অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের এমন পেশাদারিত্বপূর্ণ কর্মকাণ্ডে স্থানীয়দের মাঝে প্রশংসা ও আস্থা বৃদ্ধি পেয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট