রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ এর এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয়ের মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। সিনিয়র শিক্ষক রুবায়েত রাশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শুক্লা রাণী শীল, ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় শ্রেণিগত শিক্ষর্থীদের মধ্যে মেধাবী, সুশৃঙ্খল ও নিয়মিত অধ্যাবসায়ীদের সাথে কিছু মেধাহীন, উচ্ছৃঙ্খল ও অনিয়মিত শিক্ষার্থীও থাকে। তাদের পাঠ ও শ্রেণিমুখী এবং সুশৃঙ্খল ও নিয়মিতকরণে অভিভাবক ও শিক্ষকদের যৌথ দায়িত্ব রয়েছে।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ে সমন্বয় সভায় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।