পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক সংগঠন বন্ধু সমাবেশ এর আয়োজনে অনুষ্ঠিত পাঠক কুইজ–১-এর উত্তরের ভিত্তিতে বিজয়ী নির্ধারণে এক লটারি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় রোয়াজারহাট শফিক মেডিক্যাল হল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বন্ধু সমাবেশ কেন্দ্রিয় কমিটির সভাপতি কৃষিবিদ সনজীব সুশীল, সদস্য সচিব শিক্ষক এম মোরশেদ আলম, সদস্য রবিউল মোস্তফা মুন্না, মো. মুবিন উদ্দিন ও পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব।
একাধিক উত্তরদাতার মধ্যে থেকে লটারির মাধ্যমে কুইজে অংশগ্রহণকারী ৩ জন সৌভাগ্যবানকে বিজয়ী নির্বাচিত করা হয় । তারা হলেন- অভি শীল, ফুলবাগিচা, সৌমেন দেব,রাইখালি বাজার ও ফাতেমা আরজু, মরিয়মনগর। বিজয়ীদের পুরষ্কার শীঘ্রই প্রদান করা হবে।