ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার (৫ আগস্ট)অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ আজও আমাদের সংগ্রামে প্রেরণা জোগায়।”
তারা বলেন, “ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। শহীদদের স্মরণই যথেষ্ট নয়—তাঁদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করাও রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।”
বক্তারা আরও বলেন, “আগের শাসনামলে তরুণ সমাজ মুখ খুলতে পারেনি, আইনশৃঙ্খলা বাহিনী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। ভবিষ্যতে যেন আমাদের সন্তানদের আর তাজা রক্ত দিতে না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাহামুদুর রশিদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন পৌর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুর রহিম, ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ ছানাউল্লাহ, মাওলানা সালাউদ্দিন নেজামী,
মুহাম্মদ দিদারুল আলম, আবু বক্কর, মুহাম্মদ নুরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ তারেক, আবদুল খালেক, মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ জসিম, মুহাম্মদ হারুন, সালাউদ্দিন, মুহাম্মদ মিজানুর রহমান, শাহ এমরান রণি প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।