জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা প্রয়াত অধ্যাপক মাহমুদা বেগমের স্মরণে আমার দেশ পাঠক মেলার রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাঙ্গুনিয়া সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন তালুকদার।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি নুরুল আবছার তালুকদার।
সভায় বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক নেতা শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, অ্যাডভোকেট এহসানুল হক, অ্যাডভোকেট মুহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ রব্বানী।