সৌরভ সাহা
কৃষ্ণভক্তদের আনন্দ-উল্লাসে ভরে উঠল শ্রী শ্রী রাধাগোপীনাথ মন্দির ও শ্রী শ্রী সমভাব আদিত্য ধাম প্রাঙ্গণ। গত ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় ঠাকুর উত্তোলনের মাধ্যমে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা মহোৎসব।
দিবসব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় রাধাগোপীনাথ, হনুমানজী ও শ্রীগুরুদেবের পূজা-অর্চনা, ভোগ নিবেদন, ভোগারথী কীর্ত্তন এবং সন্ধ্যায় ঝুলন পূজার কীর্ত্তন ও ভাগবত পাঠ। ভক্তিময় পরিবেশে শতাধিক ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ।
শ্রী গুরু ব্রজবাসী সংঘের সভাপতি শেখর কান্তি সাহা চলমান রাঙ্গুনিয়া কে বলেন প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর সুশৃঙ্খল ভাবে ঝুলন যাত্রা সম্পন্ন হয়, অনুষ্ঠানে প্রতিদিন শতাধিক ভক্তদের আগমনে উৎসব অঙ্গন মূখরিত হয়ে উঠে। আগামীতে আরো সুন্দর হবে বলে আশা ব্যক্ত করেন।
মহোৎসবের সমাপ্তি ঘটে ৯ আগস্ট, শনিবার ঠাকুরকে ঝুলন থেকে অবতরণ করানোর মধ্য দিয়ে। এসময় গুরু ভ্রাতা-ভগ্নী ও অসংখ্য ভক্ত-অনুরাগীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করে তোলে।
জয় শ্রী রাধে।