
সাংবাদিকদের উপর সারাদেশে ক্রমবর্ধমান সহিংসতা, হামলা, মারধর ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব।
শনিবার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী যৌথভাবে বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, যা শুধু সাংবাদিকদের নয়, মুক্ত সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করছে।
বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিচার প্রক্রিয়ার দ্রুত সম্পন্নকরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে দৃঢ় অবস্থান ও ঐক্যতা প্রকাশ করেন তারা।