কর্ণফুলী নদীতে তিন দিন পর ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে রাজস্থলী–বান্দরবান–রাঙ্গামাটি সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
ফেরি কর্তৃপক্ষ জানায়, নদীতে স্রোত বেড়ে যাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে গত বৃহস্পতিবার থেকে ফেরি বন্ধ ছিল। এতে যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হয়। ফেরি চালু হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।