রঙের মেলা
ইসমু ফেরদৌস রিয়া
রাঙা আলো ছড়ায় পথে, রঙের খেলা চোখে, হৃদয় ভরে হাসি এনে, সুর তোলে বুকে। নীল আকাশে সাদা মেঘের রঙিন সব কথা, রঙে রঙে জীবন গড়ে, রঙে মেলে ব্যথা।
সবুজ ঘাসে শিশির বিন্দু, রঙের মত ঝলমল, শিশু হেসে বলে, "এ জীবন বড়ই রঙিন চল।" হলুদ রোদে সোনালি ধান, সুরে বাজে বেলা, প্রতিটা দিনে খেলে যায় এক রঙিন মেলা।
লাল-নীলে রাঙা পাতা, শরতে নূতন গান, রঙে আঁকা স্বপ্নগুলো জুড়ে থাকে প্রাণ। রঙের মাঝে মানুষ খোঁজে ভালোবাসার ছায়া, এই মেলাতে হারিয়ে যাক সব কষ্টের মায়া। লেখক- ছাত্রী,বিআইজেডএইচ বালিকা উচ্চ বিদ্যালয়।