রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে বালি উত্তোলনের সময় একাধিক ড্রেজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে সরফভাটা ও পোমরা এলাকায় এই ঘটনা ঘটে। এতে ৪ শ্রমিক আহত হন।
ক্ষতিগ্রস্তদের দাবি, চাঁদা না পেয়ে প্রতিপক্ষ হামলা চালিয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত বালি তোলায় নদী ভাঙন তীব্র হওয়ায় ক্ষুব্ধ হয়ে ড্রেজারে আগুন দেয়া হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউএনও জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।