স্বপ্ন
ইশরাতুল জান্নাত নিতু
স্বপ্ন আমার অনেক বড়
করব আমি পূরণ
স্বপ্ন দেখা না তো বারণ
কীভাবে যে করব পূরণ?
স্বপ্ন আমার আকাশ ছোঁয়া
কীভাবে যে ছুঁই?
স্বপ্ন বলে কই যাচ্ছিস
পালাস নারে আর তুই।
পরিশ্রম ছাড়া কোনো স্বপ্ন
হয় না পূরণ
সেই স্বপ্ন থেকে যায়
ঘুমের স্বপন।
লেখক,ছাত্রী, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়।