অশ্লীলতা ও নেতিবাচকতার ভিড়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ভারী হয়ে উঠেছে, তখন এক ভিন্নধারার কন্টেন্ট (ভিডিও) নিয়ে আলো ছড়াচ্ছেন রাঙ্গুনিয়ার ইছাখালি গ্রামের তরুণ নাজমুল করিম ফরহাদ।
তথ্যভিত্তিক ও ইতিবাচক বার্তাসমৃদ্ধ ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি রাঙ্গুনিয়ার ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য্যকে তুলে ধরছেন দেশের মানুষের সামনে।
রাঙামাটি সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত ফরহাদ মাত্র আট মাস ধরে কনটেন্ট তৈরি করছেন নিয়মিতভাবে। ইতোমধ্যে তার একটি ভিডিও পৌঁছে গেছে প্রায় ২ লাখ ৫০ হাজার দর্শকের কাছে।
স্থানীয় অনেকেই বলছেন, ফরহাদের ভিডিও দেখে তারা নতুন করে আবিষ্কার করছেন রাঙ্গুনিয়ার নানা সৌন্দর্য্য ও উপেক্ষিত ঐতিহ্য।
বর্তমানে তার ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা ১০ হাজার ছাড়ালো। প্রতিটি ভিডিওতেই ফুটে উঠে তার এলাকার প্রতি অগাধ ভালোবাসা ও দায়বদ্ধতা।
নাজমুল করিম ফরহাদ বলেন,‘আমার একমাত্র লক্ষ্য রাঙ্গুনিয়াকে পজিটিভ তথ্যের মাধ্যমে পুরো বাংলাদেশের সামনে তুলে ধরা। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন’।
ফরহাদ বিশ্বাস করেন, কেবল নেতিবাচক কন্টেন্ট নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্যে্যর ইতিবাচক গল্পই পারে সমাজে পরিবর্তন আনতে।
তার এই প্রচেষ্টায় ইতোমধ্যে আলোয় এসেছে রাঙ্গুনিয়ার বহু অবহেলিত সৌন্দর্য্য ও সম্ভাবনা। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এবং এলাকার গুণগত উন্নয়ন ও পরিচিতি বাড়াতে নাজমুল করিম ফরহাদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রতিবেদন— আব্বাস হোসাইন আফতাব