রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ( ১০ আগস্ট) রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মুরাদনগর এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে মো. মাসুক আমিন মাসুককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, 'অভিযানে আসামির কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃত মাসুক দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসায় জড়িয়ে রয়েছেন এবং তার বিরুদ্ধে আগে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের মতে, এই সফল অভিযানের ফলে এলাকায় মাদক নির্মূলের পদক্ষেপ আরও জোরদার হবে।