রাঙ্গুনিয়া উপজেলার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস কক্ষে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে মূল্যবান সরঞ্জামাদি চুরি করেছে। এতে কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা চরম উদ্বিগ্ন।
উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, গত ৭ আগস্ট বিকাল থেকে ১০ আগস্ট সকাল পর্যন্ত সময়ের মধ্যে চোরেরা অফিসের জানালার গ্রিল কেটে অফিস কক্ষে প্রবেশ করে। অফিস থেকে একটি ওয়ালটন ব্র্যান্ডের ৫০ ইঞ্চি এলইডি টেলিভিশন ও একটি ক্যানন লেজার প্রিন্টার চুরি হয়েছে। এছাড়া অফিসের অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
দ্বীন মোহাম্মদ এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং প্রাথমিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৫ হাজার টাকা উল্লেখ করেছেন।
জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, 'ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অজ্ঞাতনামা চোরদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ' প্রতিবেদন-আব্বাস হোসাইন আফতাব