রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘উপজেলা প্রশাসন স্কুল দাবা প্রতিযোগিতা-২০২৫’। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্কাউটস ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রতিযোগিতা শুরু হবে।
উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত দাবাড়ুরা অংশ নেবেন। চার জোনে প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল হবে।
জোন-এ এর খেলা অনুষ্ঠিত হবে দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। এতে অংশ নেবে—
দক্ষিণ শিলক এম. শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়, পূর্বসরফভাটা আইডিয়েল উচ্চ বিদ্যালয়, হরিহর উচ্চ বিদ্যালয়, শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং সুখবিলাস উচ্চ বিদ্যালয়।
জোন- বি এর খেলা অনুষ্ঠিত হবে পোমরা উচ্চ বিদ্যালয়ে। এতে অংশ নেবে—
পোমরা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়, উত্তর পোমরা উচ্চ বিদ্যালয়, রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেতাগী রাহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসা, পোমরা শহীদ জিয়া নগর উচ্চ বিদ্যালয়, ঘাটচেক উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়।
জোন- সি এর খেলা অনুষ্ঠিত হবে রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে। এতে অংশ নেবে—
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়, মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয়, মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কোদালা উচ্চ বিদ্যালয় এবং রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়।
জোন- ডি এর খেলা উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে—
হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়, উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়, সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়, রাজানগর রহম আলী বুজুরুছ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়, বগাবিলী উচ্চ বিদ্যালয়, রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সোনারগাঁও উচ্চ বিদ্যালয় এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, দাবা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, ধৈর্য ও কৌশলগত দক্ষতা বাড়াবে এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করবে।
প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব