1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় রাতভর গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে হাজারো পরিবার

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বিগত এক মাস ধরে রাঙ্গুনিয়ায় অনেক জায়গায় প্রতিদিন রাত ১২ থেকে সকাল ৮ টা পর্যন্ত পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে ভোরে কাজে বের হওয়া কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য খাবার তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানাচ্ছেন, রান্না করতে না পেরে অনেক শিক্ষার্থীকে প্রতিদিন স্কুল-কলেজে না খেয়ে যেতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে দোকানের মানহীন খাবার খাচ্ছেন। এতে শিশু-কিশোরদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে।
গ্রাহক শহীদুল্লাহ কায়সার ও কাউসার হোসাইনসহ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এই পরিস্থিতি রাঙ্গুনিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণের প্রমাণ। এই সমস্যার সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষেন কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

এ অবস্থা থেকে মুক্তি পেতে তারা সকল গ্রাহককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কর্ণফুলী গ্যাসের বিপণন বিভাগ, কাস্টমার কেয়ার ও জরুরি নম্বরে নিয়মিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন।
এই বিষয়ে জানতে কর্ণফুলী কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি’র চট্টগ্রাম কার্যালয়ের মুঠোফোনে যোগাযোগ করলে গ্যাস বন্ধ থাকার বিষয়ে তারা অবগত নয় জানিয়েছেন। পরিদর্শনে এসে এই বিষয়ে তারা দেখবেন জানিয়েছেন। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট