ছোটবেলা থেকেই মাঠে দৌড়ঝাঁপ, ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা। খেলোয়াড়ি জীবন ইনজুরিতে থেমে গেলেও বাঁশি হাতে আবার ফিরেছেন মাঠে। এবার সেই বাঁশির জোরে তিনি পৌঁছে গেছেন নতুন উচ্চতায়—প্রথম শ্রেণির (ফার্স্ট ক্লাস) রেফারি হয়েছেন রাঙ্গুনিয়ার মুহাম্মদ দিদারুল ইসলাম।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইছামতি, তালুকদার পাড়ার বাসিন্দা দিদারুল রাঙ্গুনিয়া উপজেলার নানা টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে অংশ নিতেন। ২০১৬ সালে চট্টগ্রাম বন্দর হয়ে ট্রায়ালে অংশ নিয়ে দলে জায়গা করলেও ইনজুরির কারণে খেলা চালিয়ে যাওয়া হয়নি।
পাঁচ বছর পর, ২০২১ সালের ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে রেফারি কোর্সে অংশ নেন তিনি। আন্তর্জাতিক সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরণের হাত ধরে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য হন। এরপর চট্টগ্রামে বিভিন্ন লিগে রেফারির দায়িত্ব পালন করে আসছেন।
সবশেষে গত ৮ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রেফারিজ প্রমোশন টেস্টে উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণির রেফারির স্বীকৃতি পেয়েছেন দিদারুল।
ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিদারুল বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। সামনে যেন আন্তর্জাতিক মানের ফিফা রেফারি হয়ে রাঙ্গুনিয়াকে প্রতিনিধিত্ব করতে পারি।’
রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল বলেন, ‘দিদারুলের এই অর্জন রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। তরুণ প্রজন্মের জন্য তিনি প্রেরণার উৎস হয়ে উঠবেন। আমরা আশা করি, তিনি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের সঙ্গে রেফারির দায়িত্ব পালন করবেন।’ প্রতিবরদন- আব্বাস হোসাইন আফতাব