শান্তির আহ্বান
তোমরা কি শুনতে পাও প্রভুর সে বাণী?
থাকো শান্তিতে, মিলমিশে সকলে —
ধরায় যত মিল-অমিল, বিভেদ হানি,
সহাবস্থানে দিশা খোলে।
সূচনাতেই উঠেছিল অভিযোগ এক —
“অরাজকতায় ভরবে এ ধরণী,
শান্তির নীড়ে আনবে ব্যথা অনবরত,
নিজ গৃহ করে তুলবে আগুনে ভস্মবরণী।”
তবু তিনি বলেছিলেন, ‘সৃষ্টি এ শ্রেষ্ঠ,
আমার প্রতিনিধি এদের করিবো,
আমার রহস্যে যাদের থাকবে একনিষ্ঠ,
ভবের কর্তৃত্ব তাদেরই দিবো।’
কিন্তু ভুলে সেই কথা, আজ তোমরা লিপ্ত,
অবিচারে, অনাচারে, রক্তরণে —
হৃদয় বিদীর্ণ অনিয়মে, শান্তির বাণী বিস্মৃত,
মৃত্যুর মিছিল ছুটে ক্ষণে ক্ষণে ।
ফিরে চলো সেই পবিত্র পথেরই দিকে,
ত্যাগ করো সকল পাপকর্ম,
তার প্রতিনিধি হও, শান্তি ছড়াও বুকে,
ঘরে ঘরে পৌঁছে দাও মুক্তিবাণীর মর্ম।
-মোবাররম হায়দার
শিক্ষার্থী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়