রাঙ্গুনিয়া আইনজীবী পরিষদের ২০২৫ সালের নির্বাচনে সভাপতি হয়েছেন এডভোকেট মোহাম্মদ মইনুদ্দিন এবং সাধারণ সম্পাদক কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী। বুধবার (১৩ আগস্ট) চট্টগ্রাম কোর্ট হিলে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়।
সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ মামুনুর রশিদ, অর্থ সম্পাদক জয় বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ জামাল উদ্দিন এবং দপ্তর ও প্রচার সম্পাদক এডভোকেট সাইদা খানম।
এক বছরের জন্য গঠিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন এডভোকেট প্রিয়তোষ বড়ুয়া, অশোক দাস, পিংকু রানী বিশ্বাস, ইয়াসমিন আরা চৌধুরী শেলী, আবু বক্কর তালুকদার, নিখিল কুমার নাথ, রেজাউল করিম তালুকদার, আখতারুজ্জামান, মোসলেহ উদ্দিন চৌধুরী শাহিন ও রেহানা আক্তার বেগম।