চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ দপ্তরের জানালার গ্রীল কেটে চুরি হওয়া একটি এলইডি টিভি ও প্রিন্টার পুলিশ বিশেষ অভিযানে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত এক চোরকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি গ্রামে। পুলিশ জানায়, সে এর আগেও একাধিকবার চুরির মামলায় গ্রেফতার হয়েছিল এবং জেল থেকে বেরিয়েই আবার একই কাজে লিপ্ত হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট সকালে অফিসে গিয়ে প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা দেখতে পান, অফিসের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা এবং প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষ তছনছ করা হয়েছে। কক্ষ থেকে একটি এইচপি কোম্পানির প্রিন্টার মেশিন ও একটি এলইডি টিভি চুরি হয়।
এ ঘটনায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি জিডি করেন। এরপর তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বসতঘরের শৌচাগারের সানশেড উপর পর্দা দিয়ে ঢেকে রাখা অবস্থায় চোরাই মালামাল উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, “উদ্ধারকৃত মালামাল মামলার বর্ণিত চুরি হওয়া আলামতের সঙ্গে মিল রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”