নন্দিত লেখক, কথাসাহিত্যিক ও ছড়াশিল্পী আকাশ আহমেদ তাঁর জনপ্রিয় বই “ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা”–এর জন্য বেস্টসেলার অ্যাওয়ার্ড লাভ করেছেন। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের রৌদ্র ছায়া প্রকাশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুণী লেখক, সিনিয়র সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমকালীন সাহিত্যচর্চায় আকাশ আহমেদের নিরন্তর অবদান তরুণ পাঠকপ্রজন্মকে অনুপ্রাণিত করছে। তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হলে উপস্থিত সবাই করতালিতে উৎসাহ প্রকাশ করেন।