রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে ৪৬ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ উপকরণ, পোশাক বিতরণ ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে পোমরা ইউনিয়নের জিয়ানগর প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার,সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব,সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী।