
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার স্টেশন ক্যাম্পাস ও আশপাশ এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পাঠক ফোরাম ‘বন্ধু সমাবেশ’ কেন্দ্রিয় কমিটি।
কর্মসূচির উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-অফিসার জসিম উদ্দিন, টিম লিডার জাহেদুর রহমান, বন্ধু সমাবেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম মোরশেদ আলম ও কার্যনির্বাহী সদস্য রবিউল মোস্তফা মুন্না।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফায়ার স্টেশন প্রাঙ্গণ ও রাস্তার পাশে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত বন্ধুদের মাঝে প্রায় ২০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষক-উদ্ভাবক সাইফুল্লাহ সরোয়ার, শিক্ষক শরিফুল ইসলাম, মো. লিয়াকত, রোভার আশরাফুল, কনটেন্ট ক্রিয়েটর নাজমুল হোসেন ফরহাদ, শাহীন, মিজান, সজীবসহ ফায়ার সার্ভিসের কর্মরত সদস্য রমজান, সালমান, মুশফিক, রাব্বি, নাঈম, মহিন, বিজয়, হ্নদয়, সোহাগ প্রমুখ।