রাঙ্গুনিয়ায় মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে পোমরা ইউনিয়নের জিয়ানগর তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন—
পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার শফিউল আলমের ছেলে মো. রাসেল (১৯) ও
রাউজান উপজেলার পাহাড়তলি ৬৯ পাড়ার বাসিন্দা আবদুল মালেক এর ছেলে মো. নয়ন (১৯)।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান বলেন, আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।