উপজেলার সরফভাটা ইউনিয়নের মৌলানা গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও অস্ত্রধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আসামীর নাম শফিউল আলম প্রকাশ শফি (৩৬) । তার বাড়িও একই ইউনিয়নে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী এ অভিযান চালান।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান,, গোপন সংবাদে যৌথবাহিনী শফির বাড়িতে অভিযান চালান। অভিযানে দুটি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি খোসা, ১২টি ব্যবহৃত বুলেট হেড, কার্তুজের বেল্ট, দেশীয় তৈরি পটকা, ধারালো অস্ত্র (কিরিচ, ছুরি, ধামা, দা) এবং ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফি স্বীকার করেছে যে, সড়কে নাশকতা ও ত্রাস সৃষ্টি করার জন্য এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছিল।
পুলিশ জানায়, শফির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। 