পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে স্বাগত র্যালি (শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান থেকে শুরু হয়ে পোমরা শান্তিরহাট খাঁ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এসে র্যালিটি শেষ হয়। পরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মুফতি সৈয়দ মাওলানা অছিয়র রহমান আলকাদেরী। সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান।
প্রধান বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট এম ইকবাল হাছান বলেন,
“মহানবী (সা.)-এর শুভাগমন না হলে সৃষ্টিজগৎ অস্তিত্বই লাভ করত না। তিনি শান্তি ও সহাবস্থানপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়ার শিক্ষা দিয়েছেন। সেই নীতিতেই আমাদের এগোতে হবে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মাজার-খানকা ও ধর্মীয় স্থাপনায় হামলার সুষ্ঠু তদন্ত না হওয়ায় এবং রইস উদ্দীন হত্যার বিচার না হওয়ার কারনে সুন্নিজনতার মধ্যে ক্ষোভ ও শঙ্কা বিরাজ করছে।
আগামীর শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাঙ্গুনিয়া গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
র্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা জরিফ আলী আরমান, মাওলানা আজিজুল হক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসাইন, কেন্দ্রীয় যুবসেনা সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ্, প্রবাসী কল্যাণ পরিষদের মহাসচিব এমরান হোসাইন পিয়ারু প্রমুখ। 