পরিবেশ সংরক্ষণ ও সবুজ প্রকৃতি গঠনের লক্ষ্যে উদ্দীপ্ত তরুণ সংঘ, রাঙ্গুনিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, উপদেষ্টা ও শিক্ষক সাইফুল্লাহ সরওয়ার, উপদেষ্টা সচিব ও শিক্ষক এম মোরশেদ আলম, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান, সংগঠনের পরিচালক ও প্রতিষ্ঠাতা রবিউল মোস্তফা মুন্না, সাধারণ সম্পাদক নাজমুল করিম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, আইসিটি সম্পাদক একরামুল হক আকাশ, ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন সজীব ও সদস্য মোহাম্মদ শাহিন প্রমুখ।
অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষ অন্তত একটি গাছ রোপণ করলে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন অব্যাহত থাকবে।