২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতি সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শহিদুল্লাহ কায়সার দুলু, সভাপতি, পদুয়া ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু আহমেদ হাসনাত, সদস্য সচিব, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন আবছার হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি। উদ্ভোধনী বক্তব্য রাখেন ডাঃ শায়ের আহমেদ, সদস্য সচিব, পদুয়া ইউনিয়ন বিএনপি।
এসময় দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।
সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাঃ দয়াল হরি শীল, আহমেদ হোসেন (আবুধাবি বিএনপি), বেদারুল আলম বেদার (যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল) ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া শ্রমিকদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আমিনুল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক সজিদুল ইসলাম সাজিদ, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, যুগ্ম সম্পাদক রকি দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ, সহ-সভাপতি সাইফুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ দাশ নিরব সহ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।