
আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ, সৈয়দ বাড়ি ৮নম্বর পৌর ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে তৃতীয়তম জশনে জুলুছ ও স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে।
রবিবার সকাল ৯টায় শুরু হওয়া র্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে রাহাতীয়া দরবার শরীফে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি, নূরের আলো যুব একতা সংঘ এবং এলাকাবাসী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনাদর্শকে ছড়িয়ে দিতে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে।