
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা বুধবার (২৭ আগস্ট) বিকালে মরিয়মনগর চৌমুহনী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ইউনুছ চৌধুরী। উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ও পৌরসভার সদস্য সচিব আবদুল ছালাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক আজম খান, পৌরসভা বিএনপির সভাপতি মো. মাহবুব ছাপা, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি নবাব মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুল হক, যুগ্ম আহবায়ক ওসমান গনি, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবদুল শুক্কুর, মো. ছাদেক প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকবৃন্দ।