অভিনব কায়দায় পাচারকালে কাপ্তাইয়ে মাদকসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোরে চন্দ্রঘোনা রেশম বাগান পুলিশ চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় ১২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহেদুল ইসলাম (২৯), মো. ইব্রাহিম (৩২), সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ (৩৪)। কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, মাদকসহ চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।