রাঙ্গুনিয়ায় আদালতের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট ২০২৫) দক্ষিণ রাজনগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় মেসার্স আল-মদিনা ব্রিকস নামক ইটভাটার ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়। পরিবেশ আদালতের রায় বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এ সময় ৩ লাখ ৫০ হাজার জব্দকৃত ইট উন্মুক্ত নিলামে ৩ লাখ ৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
অভিযানে সহায়তা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ ও আনসার বাহিনী।