গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া ও পোমরা ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জুলুস (র্যালি) এর আয়োজন করে। বুধবার (২৭ আগস্ট) সকালে জুলুসটি পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কর্ণফুলী জুট মিল প্রদক্ষিণ করে পুনরায় পোমরা সরকারি উচ্চ বিদ্যাল মাঠে মিলাদ মাহফিল ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। জুলুসে নেতৃত্ব দেন ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া যুব সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা।। জুলুসে কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সর্বস্তরের সুন্নী জনতা উপস্থিত ছিলেন।