
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ পুরষ্কার পেয়েছেন। বুধবার (২৭ আগস্ট ) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তির পর স্থানীয়রা শিফাতুল মাজদারের সততা, চৌকসতা ও দায়িত্বপরায়ণতার প্রশংসা করেছেন। পুলিশি কার্যক্রমে তার দক্ষতার কারণে রাঙ্গুনিয়ার জনগণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতি আস্থা অনুভব করছে।