
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি জামে মসজিদে গাউছিয়া তরিকার পীর ভাইদের নিয়ে শুক্রবার (২২ আগস্ট) “পীর ভাই সম্মেলন” অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সৈয়দবাড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সকল পীর ভাইদের সিদ্ধান্তে গঠিত হয় গাউছিয়া কমিটি বাংলাদেশ, সৈয়দবাড়ি ৮ নম্বর ওয়ার্ড শাখা।। সভায় সিদ্ধান্ত হয়, প্রতি শুক্রবার খতমে গাউছিয়া শরীফ, মাসিক দাওয়াতে খায়র এবং বার্ষিক পীর ভাই সম্মেলন আয়োজন করা হবে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ নাছির উদ্দিন সওদাগর। শীর্ষ ১০ পদে স্থান পেয়েছেন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। শীর্ষ পদাধিকারী হলেন- সভাপতি- মুহাম্মদ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি- মুহাম্মদ আনোয়ার হোসেন আনু, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ নুরুল আমিন তালুকদার। সাধারণ সম্পাদক- মুহাম্মদ নাছির উদ্দিন সওদাগর, সহ সাধারণ সম্পাদক- মুহাম্মদ নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক-মুহাম্মদ মাসুদ কবির, সহ সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ ইকবাল হোসেন,অর্থ সম্পাদক মুহাম্মদ রুবায়েত শাহেদ সাকু, সহ অর্থ সম্পাদক- মুহাম্মদ দিদার তালুকদার সওদাগর, দাওয়াতে খায়র সম্পাদক- মাওলানা আশেকে মোস্তফা। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্বাস হোসাইন, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ সাদ্দাম হোসেন , দপ্তর সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম , সমাজসেবা সম্পাদক মুহাম্মদ আব্দুল মাবুদ, নির্বাহী সদস্য- হাজী মুহাম্মদ মুছা তৈয়্যবী, মুহাম্মদ আব্দুল গফুর, নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুল আউয়াল চৌধুরী প্রমুখ।