1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল শনিবার “শান্তির পথে ম্যারাথন দৌড় ২০২৫” বিকল ট্রান্সফরমার বহনে কচ্ছপ গতি, তিন দিন ধরে যানজটে নাকাল কাপ্তাই সড়ক চট্টগ্রামের ভাষার গানকে বিশ্বে তুলে ধরতে চাই -সুব্রত রাঙ্গুনিয়ার ইউএনওর সাথে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও রাঙ্গুনিয়ায় বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতার ভাইয়ের মৃত্যুতে শোক আলী আজগরের স্ত্রীর অসুস্থতায় দোয়া কামনা রাঙ্গুনিয়ায় নূরের আলো সুপার লীগ–২০২৫ এর উদ্বোধন

আবৃত্তি—কণ্ঠে কবিতার সুর

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সুবর্ণা বড়ুয়া

বাংলা ভাষায় কবিতা পড়া এক জিনিস, আর কবিতাকে কণ্ঠে জীবন্ত করে তোলা আরেক জিনিস। এই জীবন্ত করে তোলার নামই ‘আবৃত্তি’। কেউ কেউ ভাবেন, কবিতা মুখস্থ বললেই বুঝি আবৃত্তি হয়। আসলে না। আবৃত্তি মানে—শব্দের ভেতরের সুর খুঁজে পাওয়া, ছন্দের সাথে হৃদয়ের মিল ঘটানো, আর ভাবটুকু শ্রোতার মন পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা কেবল পড়া নয়—এটা একধরনের ‘বলা’, যেখানে কণ্ঠই প্রধান মাধ্যম।
আমরা প্রতিদিন কথা বলি। কিন্তু আমরা কয়জন ভেবে দেখি, শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ করছি তো? আমাদের কণ্ঠ কি শ্রুতিমধুর ?
আবৃত্তির চর্চা করলে এইসব প্রশ্নের উত্তরও ধীরে ধীরে নিজের ভেতর খুঁজে পাই। শুদ্ধ উচ্চারণ শেখা যায়, ভাষার সৌন্দর্য্য অনুভব করা যায়, এবং সবচেয়ে বড় কথা—নিজেকে উপস্থাপনের সাহস তৈরি হয়।
আবৃত্তি শেখা মানে কেবল মঞ্চে দাঁড়িয়ে কবিতা বলা নয়।
এটা দরকার—
শিক্ষকতা করতে চাইলে,
বক্তৃতা দিতে চাইলে,
উপস্থাপক হতে চাইলে,
কিংবা একজন আত্মবিশ্বাসী মানুষ হতে চাইলে।
আবৃত্তি শেখার মধ্য দিয়ে আমাদের মধ্যে গড়ে ওঠে ভাষার প্রতি এক ধরণের সম্মানবোধ।
আমরা তখন আর শুধু বলি না—ভাবিয়ে বলি।
আমাদের বাংলা ভাষা সহজ, সরল, মধুর।
এই ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে।
যে ভাষার জন্য শহীদ হয়েছি, সেই ভাষাকে যদি আমরা নিজে ঠিক করে বলতে না পারি, তবে তা ভাষার প্রতি অন্যায় নয় কি?
আজ যারা ছোট, আগামীতে তারাই নেতৃত্ব দেবে।
তারা যদি শুরুতেই শুদ্ধভাবে বাংলা বলা শেখে, তাহলে বাংলা ভাষার ভবিষ্যৎ হবে আরও উজ্জ্বল।
তাই বলি—আসুন, আমরা সবাই আবৃত্তির চর্চা করি।
আবৃত্তিকে শুধু শিল্প নয়—ভাষা ভালোবাসার এক ধরণের অনুশীলন ভাবি।
নিজের কণ্ঠকে বানিয়ে তুলি কবিতার বাহন, ভালোবাসার মাধ্যম।

বাংলা হোক আমাদের গর্ব, আর আবৃত্তি হোক সেই গর্বের কণ্ঠস্বর।

লেখক—
শিক্ষক,বাচিক শিল্পী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট