
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা, পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি, শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত বিশাল র্যালিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার। র্যালিটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বুড়ির দোকান থেকে শুরু হয়ে পোমরা জিয়ানগর শহীদ জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অপর্ণের মধ্যে দিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি,ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনসহ প্রচুর নেতা-ক
র্মী অংশ নেন।