
রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র জশনে জুলুস উদযাপন উপলক্ষে শুক্রবার( ৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ৬০ তম বর্ণাঢ্য র্যালি বের হবে। দরবার শরীফ থেকে র্যালিটি শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে পোমরা নঈমীয়া তৈয়বীয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
র্যালিতে নেতৃত্ব দেবেন দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী।
জশনে জুলুসকে সফল ও সার্থক করতে সকল সুন্নি জনতা ও আশেকানে রাসূল (সা.)-কে অংশগ্রহণের জন্য দরবার শরীফের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।