মাদকমুক্ত বাংলাদেশ চাই
আজাদ শাহ
মাদকমুক্ত দেশ যে চাই,
শুধু কথায় কাজ কি হয়?
এজন্য চাই সম্মিলন,
অটল শপথ, দৃঢ় মন।
মাদক বিক্রি করে না জন,
করে কিছু অসাধারণ।
ব্যাংক ভরে টাকার ঢেউ,
পাহাড় গড়ে লোভের বেউ।
দলের নামে তোলে পতাকা,
ডোনেশন দেয় মসজিদ-টাকা।
দীর্ঘ পাঞ্জাবি পরে তারা,
ধর্মভীরু সাজে সবারা।
চেনা কঠিন এই ছদ্মবেশ,
তবু ধরা পড়ে শেষমেশ।
আইন যখন নজর দেয়,
গোপন খেলা ফাঁস হয়ে যায়।
পঁচা অর্থ নেব না আর,
দেশ বাঁচাতে দৃঢ় অঙ্গিকার।
নিজে বাঁচো, দেশকে বাঁচাও,
সততার পথে সবাই আসাও।
মাদকমুক্ত বাংলাদেশ—
সবার স্বপ্ন, সবার হেস।
আল্লাহ দিক সঠিক জ্ঞান,
আমিন বলুক প্রতিজন প্রাণ।