রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ এর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দিলীপ কুমার দাশ, যুগ্ম আহ্বায়ক নিক্সন সাহা এবং সদস্য সচিব মাস্টার সত্যপদ দে।
৩১ আগস্ট উপজেলার কুলকুরমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শান্তনু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অসীম কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন বাবু বিভূতি ভূষণ সেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাষ্টার টিটু সেন।
সভায় নতুন নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ হিন্দু সম্প্রদায়ের সকল ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।