বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গুনিয়ায় যুবদলের উদ্যোগে সমাবেশ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, “তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির সনদ। দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।”
প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন সমাবেশের সভাপতিত্ব করেন। রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাস্মদ মহসিন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল এর সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল এর সঞ্চালনায় সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দ বক্তব্য দেন।