রাঙ্গুনিয়ার ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি এস এ মুরাদ চৌধুরী।
চিঠিতে তিনি লিখেছেন, তরুণরাই ভবিষ্যতের চালিকাশক্তি, আবার আজকের পরিবর্তনেরও প্রধান কারিগর। রাঙ্গুনিয়াকে শিক্ষিত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরের বড় ভূমিকা তাঁদের হাতেই এমন বিশ্বাস ব্যক্ত করেছেন তিনি।
তরুণদের কাছে তিনি রাঙ্গুনিয়ার শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান, মাদক–সন্ত্রাসমুক্ত সমাজ, খেলাধুলা ও সংস্কৃতির প্রসার এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণ বিষয়ে মতামত চান। এ জন্য নিজের হোয়াটসঅ্যাপ নম্বর (০১৮১৪৩৪০৫২৬) উন্মুক্ত করেছেন।
চিঠিতে মুরাদ চৌধুরী বলেন, ‘আমি আপনাদেরই একজন—সন্তান, ভাই ও বন্ধু। দল–মত–ধর্ম–বর্ণের ঊর্ধ্বে উঠে একজন শুভাকাঙ্ক্ষী ও সেবক হিসেবে পাশে থাকতে চাই।’
তরুণদের সঙ্গে নিয়ে একটি আলোকিত, সাম্য–মানবিক ও সম্প্রীতির রাঙ্গুনিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।