
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পোমরা কাজীপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাজীপাড়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আজিজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।আলোচনায় অংশ নেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল (এমএ) মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল হাসানাত কাদেরী, সৈয়দ মুহাম্মদ নুরশেদ রেজা কাদেরী, মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আহমদী, মাওলানা আব্দুল হামিদ রজভী।বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি এ কে এম ফজলুল কাইয়ুম চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। শেষে আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। মাহফিল সঞ্চালনা করেন মুহাম্মদ জানে আলম।